পদ্মায় লঞ্চডুবিতে কুয়েট ভিসির শোক
কাওড়াকান্দি থেকে মাওয়া ঘাটে যাওয়ার সময় মাওয়া ঘাটের সন্নিকটে পদ্মানদীর লৌহজং চ্যানেলে মর্মান্তিক লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুয়েট ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।
এক শোক বিবৃতিতে কুয়েট ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর এ দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
যেকোনো ধরনের বাহনে এ রকম দুর্ঘটনা এড়ানোর জন্য মালিক-কর্তৃপক্ষ, চালক এবং যাত্রীদের সতর্ক থাকার জন্য আহ্বান জানান তিনি।
এ দুর্ঘটনায় যারা এখনো নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারে সরকার দ্রুত কাজ করে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।