অনলাইনে পর্নো ভিডিও দেখার অভ্যাস থাকলে সাবধান

news_picture_5804_porn-2অশ্লীল ছবি বা ভিডিও দেখার নেশা আছে কি? তাহলে কোনও পর্নোগ্রাফি ওয়েবসাইটের সদস্য হিসেবে নিজেকে রেজিস্ট্রি করার আগে দু’বার ভাবুন! জেনে রাখুন, আপনার বিস্তারিত পরিচয়ের খুঁটিনাটি ফাঁস হয়ে যেতে পারে যে কোনও দিন!

বিশ্বাস হচ্ছে না? তবে শুনুন, সম্প্রতি এমনই এক ঘটনায় বিড়ম্বনায় পড়ছেন এক ব্যক্তি। ‘লুলজসেক’ নামের এক হ্যাকিং গ্রুপ কিছু দিন আগে বিভিন্ন পর্নো সাইটের বেশ কিছু সদস্যের নাম প্রকাশ করেছে৷মনে রাখবেন, এদের হাত থেকে রেহাই পাওয়া কিন্তু সহজ নয়। এই হ্যাকাররা এতটাই শক্তিশালী যে, বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থা সিআইএ-র ওয়েবসাইটেও অনায়াসে হামলা চালিয়েছে৷

Post MIddle

এই কারণে গত সপ্তাহে কিছুক্ষণের জন্য সিআইএ-র ওয়েবসাইটের গতি মন্থর হয়ে পড়েছিল৷ শুধু তাই নয়, মার্কিন সেনেট ও বহুজাতিক সংস্থা সোনি-র ওয়েবসাইটও সম্প্রতি হ্যাক করে লুলজসেক৷হ্যাকিং দলের সদস্যদের খোঁজে বেশ কিছু দিন ধরে অনুসন্ধান চালাচ্ছিল ব্রিটেন ও আমেরিকার নিরাপত্তা বাহিনী৷ সোমবার ব্রিটেনে লুলজসেক-এর এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ধৃতের নাম রায়ান ক্লেয়ারি৷ বয়স মাত্র ১৯ বছর৷ ক্লেয়ারির মা জানিয়েছেন, ১২ বছর বয়স থেকে কম্পিউটার নিয়েই সে সারা দিন-রাত মেতে থাকে।

ক্লেয়ার গ্রেপ্তার হওয়ার পর সুর পাল্টেছে লুলজসেক। তাদের বক্তব্য, শুধুমাত্র আনন্দ পেতেই তারা হ্যাক করে৷ তবে অনলাইনে ব্যক্তিগত তথ্য দেওয়া যে নিরাপদ নয়, সে ব্যাপারেও তারা সবাইকে নাকি সতর্ক করতে চায়। কিন্তু গোপন সূত্রে খবর, সম্প্রতি আরেকটি দাগী হ্যাকিং গ্রুপ ‘অ্যানোনিমাস’-এর সঙ্গে জোট বেঁধেছে লুলজসেক৷ তাদের লক্ষ্য, সরকারি ওয়েবসাইট থেকে জরুরি তথ্য বের করা৷

উল্লেখ্য, গত বছর উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে যেসব সংস্থা অভিযোগ দায়ের করে, তাদের ওয়েবসাইট হ্যাক করে নাম কুড়োয় ‘অ্যানোনিমাস’৷

পছন্দের আরো পোস্ট