শিক্ষা প্রতিষ্ঠানের জুলাই মাসের এমপিও ছাড়
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) অধীন বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন-ভাতা বা এমপিও ছাড় হয়েছে। মাউশি মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার এ অর্থ ১২টি চেকের মাধ্যমে এমপিও বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
১৩ আগস্ট পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে শিক্ষক-কর্মচারীরা তাদের স্ব স্ব ব্যাংক একাউন্ট নম্বরের মাধ্যমে এ অর্থ তুলতে পারবেন।
তিনি জানান, জুন মাসের বেতন-ভাতা ও ঈদুল ফিতরের উৎসব ভাতা যেসব শিক্ষক-কর্মচারী উত্তোলন করতে পারেননি, তারাও বর্তমান মাসের নির্ধারিত সময়ের মধ্যে তা উত্তোলন করতে পারবেন।
সরকার প্রতি মাসে সারা দেশের অন্তত সাড়ে ৫ লাখ শিক্ষক-কর্মচারীকে এমপিও হিসেবে আর্থিক অনুদান দিয়ে থাকে। এরমধ্যে মাউশির অধীনেই পৌনে ৫ লাখ শিক্ষক-কর্মচারী রয়েছেন।
EH