ঢাবি জনসংযোগ দফতরের ই-মেইল ও টেলিফোন নম্বর পরিবর্তন
ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের ই-মেইল ঠিকানা এবং টেলিফোন নম্বর পরিবর্তন করা হয়েছে।
এই দফতরের পরিচালকের পূর্বের টেলিফোন নম্বর ৮৬১৩৩০৬ পরিবর্তিত হয়ে ৯৬৭০৪২৩ হয়েছে। এছাড়া, দাফতরিক মোবাইল নম্বর হিসাবে ০১৭১২২২৩৮১৬ ব্যবহার করা হচ্ছে। পূর্বের দাফতরিক ই-মেইল ঠিকানা পরিবর্তন করে (publicrelations@du.ac.bd) করা হয়েছে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতরসহ বিভিন্ন দফতরের টেলিফোন নম্বর ও ফ্যাক্স নম্বর ইতোমধ্যেই পরিবর্তন করা হয়েছে। উপাচার্যের অফিসের ৮৬১৫১৭৭ টেলিফোন নম্বরটি পরিবর্তিত হয়ে ৯৬৭২৫৩৩ এবং বাসার ৮৬১৩১৪১ ও ৮৬১৪১২৪ নম্বর পরিবর্তিত হয়ে যথাক্রমে ৯৬৭২৫৩৪ ও ৯৬৭২৫৪৮ হয়েছে। উপাচার্যের অফিসের উপ-রেজিস্ট্রার (সচিব)-এর পূর্বের ৮৬১৮৩৮৩ নম্বরটি পরিবর্তিত হয়ে ৯৬৭২৫৪৫ হয়েছে। রেজিস্ট্রার দফতরের পূর্বের ৮৬১৪১৫০ নম্বরটি পরিবর্তিত হয়ে ৯৬৭০৫৩১ হয়েছে। কলেজ পরিদর্শকের পূর্বের ৮৬২৬৮৬৯ নম্বরটি পরিবর্তিত হয়ে ৯৬৭০৩০৯ হয়েছে।
এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্স নম্বর ৮৬১৫৫৮৩ পরিবর্তিত হয়ে ৯৬৬৭২২২ হয়েছে। এখন থেকে নতুন নম্বরে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
সঃ সুউ ফয়সাল