রাবির আবাসিক হল খুলছে আজ

রাবি প্রতিনিধি
পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি শেষে রাজশাহী বিশ্বদ্যিালয়ের বন্ধ থাকা আবাসিক হলগুলো খুলে দেয়া হচ্ছে আজ সোমববার। সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে প্রবেশ করতে পারবেন। এদিকে টানা ১৫ দিনের বন্ধ শেষে রাবির সকল বিভাগের ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে আগামী বুধবার। তবে এরই মধ্যে শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম। RU
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলার বিষয়ে প্রাধ্যক্ষ কাউন্সিলের আহ্বায়ক ও শাহ মখদুম হল প্রাধ্যক্ষ ইমতিয়াজ আহমেদ বলেন, ইদের ছুটিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে গত ২৪ জুলাই থেকে সকল আবাসিক হল বন্ধ করে দেয়া হয়। যা আগামীকাল (সোমবার) সকাল ৯টায় শিক্ষার্থীদের জন্য আবারও খুলে দেয়া হবে।
এদিকে বিশ্ববিদ্যায়ের ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন মাতিন বলেন, গত ২২ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার পর তা খোলা হচ্ছে আগামী ৬ আগস্ট। ওই দিন থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে ক্লাস-পরীক্ষা চালু করা হবে।
তিনি আরও বলেন, পবিত্র শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম ২৬ জুলাই থেকে বন্ধ থাকার পর আজ থেকে তা শুরু হয়েছে।#
রাবি প্রতিনিধি
পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি শেষে রাজশাহী বিশ্বদ্যিালয়ের বন্ধ থাকা আবাসিক হলগুলো খুলে দেয়া হচ্ছে আজ সোমববার। সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে প্রবেশ করতে পারবেন। এদিকে টানা ১৫ দিনের বন্ধ শেষে রাবির সকল বিভাগের ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে আগামী বুধবার। তবে এরই মধ্যে শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলার বিষয়ে প্রাধ্যক্ষ কাউন্সিলের আহ্বায়ক ও শাহ মখদুম হল প্রাধ্যক্ষ ইমতিয়াজ আহমেদ বলেন, ইদের ছুটিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে গত ২৪ জুলাই থেকে সকল আবাসিক হল বন্ধ করে দেয়া হয়। যা আগামীকাল (সোমবার) সকাল ৯টায় শিক্ষার্থীদের জন্য আবারও খুলে দেয়া হবে।
এদিকে বিশ্ববিদ্যায়ের ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন মাতিন বলেন, গত ২২ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার পর তা খোলা হচ্ছে আগামী ৬ আগস্ট। ওই দিন থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে ক্লাস-পরীক্ষা চালু করা হবে।
তিনি আরও বলেন, পবিত্র শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম ২৬ জুলাই থেকে বন্ধ থাকার পর আজ থেকে তা শুরু হয়েছে।#

 

Post MIddle

স:আরএইচ

পছন্দের আরো পোস্ট