প্রযুক্তিপ্রতিষ্ঠানে নারী কর্মীর সংখ্যা বাড়ছে

বিশ্বের শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোতে নারী কর্মীর সংখ্যা বাড়ছে। খুদে ব্লগ লেখার জনপ্রিয় ওয়েবসাইট টুইটারে উল্লেখ করার মতো নারী কর্মী রয়েছেন। এই ওয়েবসাইটের মূল কর্মীদের ৩০ শতাংশই নারী। সম্প্রতি টুইটারের নিজেদের প্রতিষ্ঠানের প্রকাশিত তথ্যে এটি জানা গেছে। ৩০ শতাংশ নারী কর্মীদের মধ্যে ১০ শতাংশ আছেন কারিগরি বিভাগে। বাকিরা অন্যান্য বিভাগে কাজ করেন।প্রযুক্তিতে নারী
গুগলেরও নারী কর্মীর সংখ্যা ৩০ শতাংশ এবং ফেসবুকে এ সংখ্যা ৩১ শতাংশ। তবে বিশ্বসেরা শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি নারী কর্মী রয়েছে ইয়াহুতে। ইয়াহুর প্রধান নির্বাহী কর্মকর্তা মারিসা মেয়ারের নেতৃত্বে ইয়াহু ৩৭ শতাংশ নারী কর্মী কাজ করছেন।
টুইটারের ভাইস প্রেসিডেন্ট জ্যানেট ভ্যান হুসেই বলেন, ‘আমরাও চাই টুইটারে নারী কর্মীর সংখ্যা আরও বাড়ুক। নিজের দক্ষতার মাধ্যমে নারীরাও যাতে শীর্ষ পদে কাজ করতে পারেন, সে দিকটি আমাদের বিশেষ বিবেচনায়ও রয়েছে।’
প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে নারী কর্মীদের হার বেশি হওয়াটা বেশ উৎসাহজনক বলেও মনে করা হচ্ছে।—দ্য টেলিগ্রাফ ও টেক ক্র্যাঞ্চ

Post MIddle
আরেএইচ
পছন্দের আরো পোস্ট