মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা
অভিমান করে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী। এ ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরীর হালিশহর আবাসিক এলাকায়।
জানা যায়, মায়ের সঙ্গে অভিমান করে নুসরাত জাহান সেতু (১৫) নামে দশম শ্রেণীর স্কুলছাত্রী আত্মহত্যা করে।
রোববার গভীর রাতে সে নিজের শোবার ঘরে আত্মহত্যা করলেও সোমবার সকালে বিষয়টি জানতে পারেন পরিবারের লোকজন।
নিহত সেতু নগরীর হালিশহর আবাসিক এলাকার জে-ব্লকের ১ নম্বর লেনের ১৫ নম্বর বাসার প্রবাসী আব্দুল কাইয়ূমের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের ছাত্রী ছিল।
হালিশহর থানা পুলিশ জানায়, রোববার রাতে লেখাপড়ার জন্য সেতুর মা তাকে বকাঝকা করেন। রাতে যে যার মতো ঘুমিয়ে পড়েন। গভীর রাতে কোনো এক সময় সে সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
সোমবার ভোরে বাসার লোকজন ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যায় তাকে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় হালিশহর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানায় পুলিশ।
সঃ সুউ ফয়সাল