এইচএসসি পরীক্ষার ফল আর জানা হলো না হালিমা আক্তারের
এইচএসসি পরীক্ষার ফল আর জানা হলো না হালিমা আক্তারের। ১৩ আগস্ট এইচএসসির ফল প্রকাশ হওয়ার কথা। তারপর ভর্তিযুদ্ধে জয়ী হয়ে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি। এমনই স্বপ্ন ছিল হালিমার। কিন্তু মাওয়ায় লঞ্চডুবির সঙ্গে মৃত্যু হয়েছে সেই স্বপ্নের।

হালিমার সঙ্গে তার ছোট বোন তানিজমা আক্তার ও মা জাহানারা বেগমও নিখোঁজ রয়েছেন। ভাগ্যক্রমে বেঁচে গেছেন হালিমার বাবা আলী জব্বার মিয়া ও ভাই আনোয়ার হোসেন অপু। মাওয়া ঘাটের একটি টঙ দোকানে বসে আহাজরি করছেন তারা।

আলী জব্বার মিয়া কান্নাজড়িত কণ্ঠে জানান, এইচএসসি পরীক্ষার রেজাল্ট বের হবে, তাই কলেজে যেতে হবে, এ কারণে শরীয়তপুর থেকে নারায়নগঞ্জ যাচ্ছিলেন তারা।
ঈদের পর পরিবার পরিজন নিয়ে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে শরীয়তপুরের কৃষ্ণনগরে গিয়েছিলেন আলী জব্বার। নারায়নগঞ্জের কাশীপুর এলাকায় তাদের বাড়ি।
সঃ সুউ ফয়সাল