৪৭ দিন পর চুয়েটে ক্লাস শুরু
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জের ধরে টানা ৪৭ দিন বন্ধ থাকার পর রোববার থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ক্লাস শুরু হয়েছে। এদিন থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ক্লাস ও পরীক্ষা যথারীতি চলবে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
১৬ জুন রাতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জের ধরে ১৭ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
EH