৬ মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম শুরু ১০ জানুয়ারি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামী ১০ জানুয়ারি থেকে অনুমোদিত নতুন ছয়টি সরকারি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হবে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার বিকেলে এ তথ্য জানানো হয়েছে।
অনুমোদিত এই কলেজগুলো হচ্ছে- সিরাজগঞ্জের শহীদ ক্যাপ্টেন মনসুর আলী মেডিকেল কলেজ, মানিকগঞ্জ, জামালপুর, পটুয়াখালী, টাঙ্গাইল ও রাঙ্গামাটি সরকারি মেডিকেল কলেজ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে এই কলেজগুলোর কার্যক্রম শুরুর অনুমোদন প্রদান করেছেন।
EH