গাজায় বিশ্ববিদ্যালয়ে ইসরাইলের রকেট হামলা

gazaগাজায় ইসরাইলি হামলার ২৬তম দিনে নিহত হয়েছে কমপক্ষে ১৬৫৫। আহত প্রায় ৯ হাজার। শনিবার ইসরায়েলি হামলায় গাজার রাফা শহরে মোট ৩৫ জন নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তা আশরাফ আল কাদরা এই তথ্য নিশ্চিত করেন।

শনিবার গাজার একমাত্র ইসলামিক বিশ্ববিদ্যালয়ে রকেট হামলা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। হামলায় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ ভবন ধসে পড়েছে।

তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার সময় প্রায় এক হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত ছিল।

Post MIddle

বিশ্ববিদ্যালয় হামলা প্রসঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, বিশ্ববিদ্যালয় ধ্বংস করার কোনো পরিকল্পনা তাদের ছিল না। তারা বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থিত অস্ত্র তৈরির গোপন কারখানা লক্ষ্য করে হামলা করে।

এছাড়া এক টুইটার বার্তায় ইসরাইলি সামরিক বাহিনী জানায়, আগামী ২৪ ঘণ্টায় তারা গাজার ২০০ ঘাঁটি লক্ষ্য করে হামলা করবে।

এদিকে গাজা শহরের বৃহত্তম শিফা মসজিদ লক্ষ্য করেও হামলা করেছে ইসরাইল। এতে মসজিদের গম্বুজ ধসে পড়ে। প্রত্যক্ষদর্শী দের একজন জানান, মসজিদটি একেবারেই ধ্বংস হয়ে গেছে। এই হামলায় কতজন মারা গেছে সে বিষয়ে নিশ্চিত করে কোনও তথ্য পাওয়া যায়নি। এর মধ্যে গাজার হাসপাতাল লক্ষ্য করেও হামলা চালাচ্ছে ইসরাইলি সামরিক বাহিনী। সূত্র: আল জাজিরা, বিবিসি।

EH

পছন্দের আরো পোস্ট