জেডিসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

madrasahজুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আগামী ২ নভেম্বর শুরু হবে। শেষ হবে ১৮ নভেম্বর। মাদ্রাসা শিক্ষা বোর্ড গত বুধবার জেডিসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।

Post MIddle

এবার জেডিসির সব পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী জেডিসিতে ২ নভেম্বর কোরান মজিদ ও তাজবিদ, ৩ নভেম্বর আত-তাওহীদ ওয়ালফিকহ (শুধু অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য) এবং আকাইদ ফিকহ, ৫ নভেম্বর আরবি প্রথম পত্র, ৬ নভেম্বর আরবি দ্বিতীয় পত্র, ৯ নভেম্বর ইংরেজি (শুধু অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য), ইংরেজি প্রথম পত্র, ১০ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র, ১১ নভেম্বর বাংলা সাহিত্য (শুধু অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য) ও বাংলা প্রথম পত্র, ১২ নভেম্বর বাংলা দ্বিতীয় পত্র, ১৩ নভেম্বর সামাজিক বিজ্ঞান, ১৬ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১৭ নভেম্বর হবে সাধারণ বিজ্ঞান (শুধু অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য), বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পরীক্ষা। ১৮ নভেম্বর কৃষি শিক্ষা ও গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। #

আরএইচ

পছন্দের আরো পোস্ট