১৩ আগস্ট এইচএসসির ফল প্রকাশ
আগামী ১৩ আগস্ট বুধবার উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে এ কথা জানান।
প্রসঙ্গত, ৩ এপ্রিল সারা দেশে একযোগে এইচএসসি, আলিম ও এইচএসসি ও ডিআইবিএস পরীক্ষা শুরু হয়ে শেষ হয় গত ৮ জুন। এবার ১০ বোর্ডের অধীনে ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। গত বছর এ সংখ্যা ছিল ১০ লাখ ১২ হাজার ৫শ ৮১ জন। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ২৮ হাজার ৭শ ৯৩ জন। #
স:আরএইচ