ঢাবিতে ৪টি ঈদ জামাতের প্রস্তুতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদুল ফিতরের মোট ৪টি জামাত অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পবিত্র ঈদ-উল-ফিতরের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় ঈদের দু’টি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়। প্রথম জামাতে ইমামতি করবেন, মসজিদের ইমাম খতীব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন, হাফেজ উসাইদ আহমাদ।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মেইন গেইট সংলগ্ন মাঠে সকাল ৮ টায় এবং শহীদুল্লাহ হল লনে সকাল ৮ টায় ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হবে ।#
আরএইচ