শাবির ‘সাস্টিয়ান সাইক্লিস্ট’দের পোশাক বিতরণ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সাস্টিয়ান সাইক্লিস্ট’র সদস্যরা বস্তিশিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করেছে।
ঈদুল ফিতরের ঈদ-আনন্দকে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভাগাভাগি করে নেয়ার জন্য সংগঠনটির সদস্যরা এ আয়োজন করে।
বৃহস্পতিবার দুপুরে নগরীর ১০ নং ওয়ার্ডের ঘাসিটুলা এলাকার মায়ার কলোনীর ৬১ জন শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করেন।
পোশাক বিতরণকালে সাস্টিয়ান সাইক্লিস্ট এর মডারেটরদের মধ্য থেকে সাইফুর রহমান রনি, দোলা বড়ুয়া, রাকিব হোসাইন রিয়াদ, রাহিকুল ইসলাম চৌধুরী, সাবেক মডারেটর শাহরিয়ার রহমান সাগর, অনন্ত অর্ণব, সদস্য এ আর খান সেতু ও মোর্শেদুল রিফাত উপস্থিত ছিলেন।
পোশাক বিতরণ শেষে উপস্থিত মডারেটর ও সদস্যরা তাদের বক্তব্যে বলেন, নিয়মিত সাইক্লিং এর পাশাপাশি এই ধরনের সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
স: ইএইচ