রাবিতে প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা হবে ৮ ইউনিটে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য এবার বিভাগগুলোকে আটটি ইউনিটে বিন্যাস করে পরীক্ষা গ্রহণ করা হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে, ভর্তির জন্য মানবিক শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫সহ মোট জিপিএ ৭.৫ থাকতে হবে। বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৪.০০সহ মোট জিপিএ ৮.৫ এবং বাণিজ্য শাখার শিক্ষাথীদের ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে।
আবেদনকারী যে ইউনিটে আবেদন করুক না কেন সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এছাড়া ইউনিট/বিভাগ কর্তৃক আরোপিত শর্তও প্রযোজ্য হবে। ভর্তি পরীক্ষা ১৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
স: ইএইচ