বাকৃবিতে সাদ হত্যা মামলা: ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মৎস্যবিজ্ঞান অনুষদের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা সাদ ইবনে মমতাজ হত্যা মামলায় ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে কোতোয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ। এদের মধ্যে ছয়জনকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে। মামলায় চার্জশিটপ্রাপ্তরা হলো সাদের বন্ধু ও হত্যাকান্ডের সঙ্গে জড়িত প্রধান আসামি মৎস্যবিজ্ঞান অনুষদের সুজয় কুমার কুন্ডু (নাটোর বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কৃত), মৎস্যবিজ্ঞান অনুষদের রোকনুজ্জামান (শেরপুর বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কৃত), এমএস ইন ফিন্যান্স বিভাগের রেজাউল করিম রেজা (জামালপুর বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কৃত), কৃষি অর্থনীতির নাজমুল শাহাদাৎ (কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের জন্য বহিষ্কৃত), কৃষি অর্থনীতির মুফরাদ (গাজীপুর বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের জন্য বহিষ্কৃত), পশুপালন অনুষদের অন্তর চৌধুরী (নাটোর বিশ্ববিদ্যালয় থেকে দুই বছরের জন্য বহিষ্কৃত)।বাকৃবি
এছাড়া বিশ্ববিদ্যালয় থেকে কোনো শাস্তি পায়নি, কিন্তু মামলার চার্জশিটে যাদের নাম আছে তারা হলো হাসান রিয়াদ (ময়মনসিংহ-ফুলবাড়িয়া), রোকনুজ্জামান (নীলফামারী), মিজানুর রহমান (নাটোর), কৃষি অনুষদের ফয়সাল ইসলাম জয় (জামালপুর), সাদেকুর রহমান খান (ময়মনসিংহ- মুক্তাগাছা), প্রশান্ত দে (সিলেট), মনোয়ারুল ইসলাম নয়ন (সিরাজগঞ্জ), সুমন (নাটোর)। মামলার তদন্তকারী কর্মকর্তা আম্বার আহমেদ বলেন, বুধবার দেয়া চার্জশিটে ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। চার্জশিটের কপি কোর্টে পাঠানো হয়েছে।#

 

স:আরএইচ

পছন্দের আরো পোস্ট