দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে উচ্চশিক্ষা

ইউরোপীয় ইউনিয়নভুক্ত সাইপ্রাস একটি ছোট ও উন্নত দ্বীপরাষ্ট্র৷ দেশটি তুরস্ক উপকূল থেকে দক্ষিণে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত৷ এর পূর্ব দিকে রয়েছে সিরিয়া ও লেবানন৷ অপেক্ষাকৃত কম খরচে এখানে মানসম্পন্ন শিক্ষা অর্জন করা যায়৷ কারণ সাইপ্রাসে রয়েছে বেশ কিছু আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান৷ তাছাড়া সুশৃঙ্খল সমাজব্যবস্থা, শক্তিশালী অর্থনীতি এবং জীবনধারার উচ্চমানের কারণে বিভিন্ন দেশের ছাত্র-ছাত্রীরা এদেশে উচ্চশিক্ষা নিতে আসে৷ খুব সহজেই ভিসা পাওয়া যায় বলে শিক্ষাথর্ীরা সইপ্রাসে পাড়ি জমায়৷ তছাড়া সাইপ্রাসের শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত ডিগ্রি বিশ্বব্যাপী বিশেষ করে ইউরোপ, আমেরিকায় সম্মানের সাথে গৃহীত হয় বলে এখানে পড়াশোনা করে ভালো ক্যারিয়ার গঠন করা সম্ভব৷সুশৃঙ্খল সমাজব্যবস্থা, শক্তিশালী অর্থনীতি, উন্নত জীবন ব্যবস্থা ও যুগোপযোগী শিক্ষা পদ্ধতির কারণে শিক্ষার্থীদের অনেকেই দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে পাড়ি জমাচ্ছেন৷
শিক্ষাব্যবস্থা
সাইপ্রাসে বিভিন্ন বিষয়ে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এবং ডিপ্লোমা করা যায়৷ এখানে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সগুলি সাধারণত চার বছর মেয়াদি৷ পোস্ট গ্র্যাজুয়েট এক বছর মেয়াদি এবং ডিপ্লোমা কোর্সগুলির মেয়াদ দুই বছর৷ যারা আরও বিস্তারিত জানতে আগ্রহী তারwww.cypruseducation.com ওয়েব সাইটটি ভিজিট করুন৷
এছাড়াও নিচের ওয়েব সইটগুলো থেকে সইপ্রাসের শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত বিস্তারিত তথ্র জানতে পারেন :www.cyprusnet.com, www.cyprusgovernment.com

সাইপ্রাসে এসোসিয়েট ডিগ্রি, ব্যাচেলর্স ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি ও পিএইচডি’র জন্য যেতে পারেন। সাইপ্রাসে তিনটি সিমেস্টারে কার্যক্রম চলে। স্প্রিং সিমেস্টার জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত, সামার সিমেস্টার মে থেকে আগস্ট পর্যন্ত এবং ফল সিমেস্টার সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত।
ভর্তি যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা ব্যাচেলর্স ডিগ্রিতে এবং কমপক্ষে ১৬ বছরের শিক্ষা কার্যক্রম সম্পন্ন করে মাস্টার্স ডিগ্রিতে ভর্তি হতে হয়। টোয়েফল, জিআরই, এসএটি, আইইএলটিএস বা জিএমএট করা বাধ্যতামূলক নয়। তবে এসব পরীক্ষায় উত্তীর্ণরা অগ্রাধিকার পান এবং স্কলারশিপ পেতে সহায়ক হয়।

যে বিষয়ে পড়তে যেতে পারেন

সাইপ্রাসে মোটামুটি যুগোপযোগী সব বিষয়েই উচ্চশিক্ষা গ্রহণ করা যায়৷ যেমন- পরিসংখ্যান, ইংরেজি, পলিটিক্যাল সায়েন্স, অর্থনীতি, ব্যাংকিং, ,বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইনসু্যরেন্স, সার্কেটিং, আইন, কম্পিউটার সায়েন্স,, হোটেল ম্যানেজমেন্ট, ট্রাভেল অ্যান্ড টু্যরিজম, পদার্থবিদ্যা, রাসায়নবিদ্যা, জীববিদ্যা, গণিত, স্থাপত্যবিদ্যা, সিভিল অ্যান্ড ইনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং,, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং, আর্কিওলজি৷ এছাড়াও আরও অনেক বিষয়ের উপর আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা ডিগ্রি নেয়া যায়৷
সাইপ্রাসের প্রধান ভাষা গ্রিক ও তুর্কি এবং দু’টিই অফিশিয়াল ভাষা হিসেবে ব্যবহৃত হয়৷ এর পরেই ইংরেজি৷ তাই এখানে পড়াশোনার জন্য আপনাকে ইংরেজিতে পারদর্শী হতে হবে৷

দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে উচ্চশিক্ষা
দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে উচ্চশিক্ষা
Post MIddle

পড়াশোনার খরচ
সাইপ্রাসের বিভিন্ন কলেজের টিউশন ফি-এর মধ্যে পার্থক্যের কারণে কালেজভেদে খরচও কিছুটা কম বেশি হয়৷ তবে বছরে পড়াশোনা বাবদ প্রায় ৪ লাখ টাকার মতো খরচ হয়৷

এখানে থাকা-খাওয়া ও যাতায়াত বাবদ মাসে প্রায় ২৪,০০০ থেকৈ ৪০,০০০ টাকা লাগে৷ এখানে গ্রীস্মের ছুটিতে ছাত্ররা কাজ করতে পারে৷ তবে যারা হোটেল ম্যানেজমেন্ট ও টু্যরিজম বিষয়ে পড়াশোনা করে তারা পার্ট টাইম কাজের বেশি সুযোগ পায়৷ কারণ ইন্টার্নি করার জন্য বিভিন্ন হোটেল ও টুূ্যরিজম ইন্ডাস্ট্রিতে এ বিষয়ের শিক্ষার্থীদের পাঠানো হয়৷

আবেদন, ভিসা ও ভর্তি প্রসেসিং

প্রতিষ্ঠানগুলোতে ভর্তির জন্য সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হবে৷ এছাড়াও মাঝে মাঝে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি বাংলাদেশে আসেন কাউন্সেলিং এর জন্য৷ তখন তাদের সাথে যোগাযোগ করে সরাসরি স্পট এডমিশনও নেয়া যায়৷ এক্ষেত্রে নির্দিষ্ট সময়ে দৈনিক পত্রিকাগুলোতে নজর রাখলেই জানতে পারবেন৷
কিছুদিন আগেও পোর্ট এন্ট্রি ভিসাতেই সাইপ্রাস যাওয়া যেত৷ কিন্তু এখন আপনাকে কলেজ প্রদত্ত পোর্ট এন্ট্রি পারমিটসহ যাবতীয় কাগজপত্র নিয়ে বাংলাদেশের সাইপ্রাস কনসু্যলেট থেকে পাসপোর্ট ভিসা লাগিয়ে নিতে হবে৷

স্কলারশিপ
Americanos College প্রতি বছর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট, মার্কেটিং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, কম্পিউটার সায়েন্স ও হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে এক বছর মেয়াদি স্কলারশিপ প্রদান করে থাকে৷ স্কলারশিপ প্রাপ্তদেরকে প্রদান করে থাকে৷ স্কলারশিপ প্রাপ্তদেরকে সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হয়৷ প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নূ্যনতম ৫০% নম্বর অর্জন ছাড়াও আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে বয়স ৩০ বছরের নিচে হতে হবে৷ এছাড়াও ইংরেজিতে দক্ষতা থাকতে হবে৷ আবেদন করতে হবে ফল সেমিস্টারের জন্য ৩১ জুলাই এবং সপ্রিং সেমিস্টারের জন্য ৩০ নভেম্বরের মধ্যে৷

পছন্দের আরো পোস্ট