দরিদ্রদের মাঝে মানারাত ইউনিভার্সিটির ঈদ সামগ্রী বিতরণ
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সোস্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে বুধবার দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের আশে পাশের এলাকায় অবস্থানরত দরিদ্র নারী, শিশু ও বৃদ্ধদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক- কর্মকর্তা কর্মচারী বৃন্দ তহবিলে উক্ত ঈদ সামগ্রী প্রদান করেন। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান, রেজিস্ট্রার, আবুল বাশার খান, ক্লাব মডারেটর ও সহকারি অধ্যাপক মোহাম্মাদ আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক মাহাবুব আলম, ডেপুটি ডিরেক্টর জনসংযোগ, আবদুল মতিন, সিনিয়র লেকচারার ড. মোহাম্মদ ওবায়েদুল্লাহ, সহকারী রেজিস্ট্রার মিজানুর রহমান, ক্লাবের ছাত্র- উপদেষ্টা মাহমুদুল হাসান, ক্লাব ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নুর হোসেন ও জেনারেল সেক্রেটারি সিরাজুল ইসলাম।
এছাড়া ছাত্র- ছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন মাইনুল ইসলাম, উমর সিয়াম, আরাফাত হোসেন, সালমান খান, রুমানা আক্তার, লুবনা আক্তার প্রমূখ । #
স:আরএইচ