মাইক্রোসফটের সম্মেলনে অংশ নিচ্ছেন বাংলাদেশের রাহাত

যুক্তরাষ্ট্রের সিয়াটলে ২৯ জুলাই থেকে অনুষ্ঠেয় মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনার (এমএসপি) সম্মেলনে অংশ নিচ্ছেন বাংলাদেশের এমএসপি রাহাত ইয়াসির। তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন এবং নিজের তৈরি স্মার্টফোন অ্যাপ্লিকেশন (অ্যাপ) প্রদর্শন করবেন। সিয়াটলে এবার একই সময়ে এ সম্মেলন ও শিক্ষার্থীদের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প প্রতিযোগিতা ইমাজিন কাপের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।d0a93b1a08e81f15a03f49843be00ef4-1
রাহাত ইয়াসির সোমবার জানান, তিনি এমএসপি সামিটে ধানগাছের রোগ নির্ণয় এবং মানুষের চর্মরোগ শনাক্ত করার দুটি অ্যাপ জমা দিয়েছিলেন। দুটি অ্যাপই মনোনীত হয়েছে। এগুলোর মধ্যে যেকোনো একটি অ্যাপ তিনি দেখাবেন। রাহাত বলেন, ‘সামিটের সময় মাইক্রোসফটের বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করব।’
সম্মেলনে অংশ নিতে প্রাথমিক বাছাইপর্বে বিশ্বের ১৯০টি দেশের এমএসপিরা অংশ নেন। সেখান থেকে ৩০টি দেশের ৩০ জন নির্বাচিত হয়েছেন।বাছাইয়ের ক্ষেত্রে মাইক্রোসফট কর্তৃপক্ষ স্টুডেন্ট পার্টানারদের গত এক বছরের কার্যক্রমকে প্রাধান্য দিয়েছিল। এসব কাজের মধ্যে ছিল উইন্ডোজ ফোন অ্যাপ তৈরি, বিভিন্ন সফটওয়্যার ও অ্যাপ প্রতিযোগিতায় সাফল্য, গবেষণাপত্র প্রকাশ করা, প্রশিক্ষণ দেওয়া ও নেওয়া ইত্যদি।
রাহাত ইয়াসির নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শেষ বর্ষে পড়ছেন। এক বছর ধরে এনএসইউয়ে তিনি এমএসপিদের দলনেতা হিসেবে কাজ করছেন। গত বছর বিশ্বের সেরা দশ ছবি প্রক্রিয়াকরণ অ্যাপ নির্মাতাদের একজন হিসেবে রাহাত সুইডেনে অনুষ্ঠিত নকিয়ার হ্যাকাথনে অংশ নেন। তিনি আড়াই বছর ধরে উইন্ডোজ ফোনের অ্যাপ তৈরি করছেন। তাঁর তৈরি অ্যাপগুলো সাড়ে তিন লাখেরও বেশি ডাউনলোড হয়েছে। বিডি ডেভস নামে রাহাত ইয়াসিরের একটি অ্যাপ তৈরির দল রয়েছে। এই দল এরই মধ্যে ডিএমপি নিউজপোর্টাল, প্রেয়ারওয়ে ঢাকা, ডিবিবিএল লোকেটর ইত্যাদি অ্যাপ বানিয়েছে।
উইন্ডোজ ফোন ব্যবহার করে ডায়েবেটিস রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা এবং ধানগাছের পাতার ছবি তুলে গাছের পাতার রোগ নির্ণয় করা যায় এমন দুটি সফটওয়্যারের ওপর তাঁর দুটি গবেষণাপত্র রয়েছে। রাহাত মাইক্রোসফট ইমাজিন কাপ বাংলাদেশ ২০১২-এর রানারআপ দলে ছিলেন। তাঁর একটি সফটওয়্যার প্যানাসনিক আইডিয়া চেঞ্জ লাইফে ২০১২ সালে সেরা আট উদ্ভাবনের একটি হিসেবে পুরস্কৃত হয়েছে।#

 

Post MIddle

স:আরএইচ

পছন্দের আরো পোস্ট