রাবিতে ঈদের ছুটি শুরু

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন জানান, ঈদের ছুটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আগামী ২৫ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। ৩ আগস্ট থেকে যথারীতি প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।
এদিকে, ঈদের ছুটি উপলক্ষ্যে আগামী ২৪ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ কাউন্সিল।
বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, ২৪ জুলাই বেলা ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে হবে। আগামী ৫ আগস্ট হলসমূহ খুলে দেওয়া হবে। #