নভেম্বরে রুয়েটের সুবর্ণজয়ন্তী

RUET
নভেম্বরে অনুষ্ঠিত হবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রতিষ্ঠার ৫০ বছরপূর্তির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান।

বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানানো হয়েছে। বর্ণজয়ন্তী উৎযাপন বিষয়ে রুয়েট উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম বেগ জানান, সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে রুয়েটের প্রতিষ্ঠালগ্ন থেকে (প্রাক্তন ইঞ্জিনিয়ারিক কলেজ ও বিআইটি, রাজশাহী) অধ্যাবধি সব প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে একত্র করার চেষ্টা চালানো হচ্ছে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান আয়োজনের জন্য ইতোমধ্যে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ইকবাল মতিন ও সদস্য সচিব ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী রাশিদুল হাসান।

স: ইএইচ

পছন্দের আরো পোস্ট