জাতীয় শোক দিবস পালনে ইবিতে কমিটি গঠন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস পালন স্ট্যান্ডিং কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রো-ভিসির কার্যালয়ে সকাল ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ১৫ আগস্ট-জাতীয় শোক দিবস সফলভাবে পালনের লক্ষ্যে ইংরেজি বিভাগের প্রফেসর ড. মো. মামুনুর রহমানকে আহবায়ক এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মো. গোলাম সাকলায়েনকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- প্রক্টর প্রফেসর ড. মো. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, টিএসসিসি’র পরিচালক প্রফেসর ড. মো. সরওয়ার মুর্শেদ, বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. রহমান হাবিব, শিক্ষক সমিতির যুগ্ম-সম্পাদক প্রফেসর ড. মোহা. সাইদুর রহমান ও প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ড. দেবাশীষ শর্মা।
স: ইএইচ