জাবিতে পথশিশুদের মাঝে ইফতার বিতরণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্বেচ্ছাসেবক পরিষদ (জাবিস্বেপ) পথশিশুদের মধ্যে ইফতার বিতরণ করেছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের সপ্তম ছায়ামঞ্চে জাবিস্বেপের সাবেক পরিচালক রাকিব হায়দারের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাভার উৎসব প্লাজার চেয়ারম্যান লায়ন মোঃ এহসানুল করীম। তিনি বলেন, সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়াতে সবাইকে অনুরোধ করছি। ju photo 3.jpg৫৫
অনুষ্ঠানে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ ও ইসরায়েলকে চাপ প্রয়োগের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানান বক্তারা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাবিস্বেপের পরিচালক সালমা আকন্দ, সহকারী পরিচালক আবু সুফিয়ান রনি, প্রচার সম্পাদক আল-আমিন প্রমুখ।
##
স:আরএইচ

পছন্দের আরো পোস্ট