মানারাত ভার্সিটিতে প্রফেসর ড. হায়দার আলীকে অভ্যর্থনা

DSC_0293ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মো. হায়দার আলীকে অভ্যর্থনা দিয়েছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উপদেষ্টা হিসেবে যোগ দেয়ায় ১৯ জুলাই শনিবার মিরপুর ক্যাম্পাসে এক রিসিপশন প্রোগ্রামে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে তাকে এ অভ্যর্থনা দেয়া হয়।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যন্সেলর প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান।
এতে প্রফেসর ড. মো. হায়দার আলী ছাড়াও অন্যান্যের মাঝে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর বায়োমেডিক্যাল রিসার্সের পরিচালক প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফুল ইসলাম, সহকারি অধ্যাপক মো. রফিকুল ইসলাম প্রমুখ।
অন্যানের মাঝে উপস্থিত ছিলেন জার্নালিম অ্যন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: জাহাঙ্গির কবির, আইন বিভাগের প্রধান মো. মইনুদ্দিন ইসলাম, জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম রিমন প্রমুখ।
প্রধান অতিথি ভিসি প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান তার বক্তৃতায় প্রফেসর ড. মো. হায়দার আলীকে স্বাগত জানিয়ে বাংলাদেশে কম্পিউটার শিক্ষায় তার দক্ষতা, অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিএসই বিভাগের শিক্ষার্থীদের শিক্ষাদান করে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি দেশ ও জাতির সম্মান উজ্জ্বল করার আহবান জানান।

 

 

পছন্দের আরো পোস্ট