চাটমোহরে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় বখাটের জেল-জরিমানা

images (1)পাবনার চাটমোহরে স্কুলছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে রাশেদুল ইসলাম (৩০) নামের এক বখাটেকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাস বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

Post MIddle

শনিবার দুপুরে তাকে সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্ত রাশেদুল চাটমোহর পৌর সদরের দোলং চৌধুরীপাড়া মহল্লার মজনুর রহমানের ছেলে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, মাদকাসক্ত রাশেদুল দীর্ঘদিন ধরে ৭ম শ্রেণীর ওই স্কুলছাত্রীটিকে উত্যক্ত করে আসছিল। শনিবার সকালে স্কুলে যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে স্কুলছাত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানীর চেষ্টা করে বখাটে রাশেদুল। ছাত্রীর অভিভাবকদের অভিযোগে থানা পুলিশ রাশেদকে ঘটনাস্থল থেকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাসুজ্জামান স্বাক্ষ্য প্রমাণ শেষে রাশেদুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৩ মাস বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।

পছন্দের আরো পোস্ট