ঢাবিতে ঈদের ছুটি শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। এরই মধ্যে শুরু হয়েছে শিক্ষার্থীদের দলবেঁধে বাড়ি ফেরা। এক্ষেত্রে অঞ্চলভিত্তিক দলবলে বাড়ি ফেরা চোখে পড়ছে বেশি । বিশ্ববিদ্যালয়ের হলগুলো ঘুরে এ চিত্রই দেখা গেছে ।
জানা গেছে, পবিত্র রমজানেও বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ বিভাগই খোলা ছিল । ক্লাস-পরীক্ষাও চলেছে নিয়মিত। তাই শেষদিকে এসে প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ সমানভাবে ভাগ করে নেয়ার আনন্দে সবাই আত্মহারা।
টিকেট দুষ্প্রাপ্যতা, রাস্তার যানজট কোন কিছুই আজ তাদেরকে বিশ্ববিদ্যালয়ের গন্ডিতে বেঁধে রাখতে পারছে না। প্রাণের টানে সকলে ছুটছে প্রিয়জনদের কাছে ।

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান বললেন, প্রিয়জনদের সাথে ঈদ করার মজাই আলাদা। তাই বিশ্ববিদ্যালয় ছুটি হওয়ার পর নিজেকে আর ক্যাম্পাসে আটকে রাখতে পারছি না।
আরেক শিক্ষার্থী রনি বললেন, ঈদ মানে হাসি, খুশি, আনন্দ। আর এ আনন্দটা পরিবারের সকল সদস্যদের সাথে ভাগ করে নেয়ার জন্যে বাড়ি ফিরে যাচ্ছি ।
সঃ সুউ ফয়সাল