বেফাকের ৩৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ রোববার

কওমি মাদরাসা বোর্ড-বেফাকের অধীনে অনুষ্ঠিত ৩৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল কাল রোববার প্রকাশিত হবে। বিকাল ৩টায় রাজধানীর কাজলায় বেফাকের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হবে।Kaumi

বোর্ড কর্তৃপক্ষ জানায়, ফলাফলের সকল তথ্য বেফাকের ওয়েব সাইড www.befaqbd.com-এ পাওয়া যাবে। এ ছাড়াও যে কোন মোবাইল থেকে এস.এম.এস করে ফলাফল পাওয়া যাবে, এ জন্য মোবাইলের ম্যাসেস অপশনে টাইপ করতে হবে befaq স্পেজ First letter of class (মারহালার নামের ইংরেজী প্রথম অক্ষর যেমন- তাকমীলের T, ফযীলতের F, সানাবিয়ার S, মুতাওয়াসসিতাহর M, ইবতিদাইয়্যাহর I, হিফজুল কুরআন H, কিরাআতের Q) স্পেজ Roll লিখে Send করতে হবে ৯৯৩৩ নম্বরে।

Post MIddle

উল্লেখ্য, ২ জুন থেকে শুরু হওয়া পরীক্ষায় ৭টি স্তরে দেশের ৬৮৬টি কেন্দ্রে ৬৩ হাজার ৩৫৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে বালক ৪৫ হাজার ৭৯০ জন ও বালিকা ১৭ হাজার ৫৬৭ জন। কওমি মাদরাসার সর্বোচ্চ ক্লাস তাকমীলে (স্নাতকোত্তর) অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৯৪০ জন। #

 

স:আরএইচ

পছন্দের আরো পোস্ট