কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

Kaumiকওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত ২০তম কেন্দ্রীয় পরীক্ষার ফল গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। দুপুর সাড়ে ১২টায় পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির উপস্থিতিতে বোর্ডের কেন্দ্রীয় দপ্তর জামিয়া ইসলামিয়া কাছেমুল উলুম (জামিল মাদ্রাসা) বগুড়ায় তানজিমের নবনির্মিত ভবনে ফল প্রকাশ করা হয়। এ বছর বিভিন্ন স্তরে সর্বমোট প্রায় ৩০ হাজার ছাত্র কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে। বিভিন্ন জামায়াতের মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ছাত্রদের আংশিক তালিকা (প্রথম, দ্বিতীয় ও তৃতীয়) নিচে উল্লেখ করা হলো।

দাওরায়ে হাদিস : সম্মিলিত মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছে মো. মাহমুদুল হাসান, জামেয়া ইসলামিয়া কাছেমুল উলুম (জামিল মাদ্রাসা) বগুড়া। দ্বিতীয় মো. মাহদী বিল্লাহ, জামেয়া ইসলামিয়া কাছেমুল উলুম (জামিল মাদ্রাসা) বগুড়া। তৃতীয় মো. মাহমুদুল হাসান, জামেয়া আরাবিয়া শামছুল উলুম কারবালা মাদ্রাসা, বগুড়া।

মিশকাত জামাত : প্রথম মো. শফিকুল ইসলাম, জামেয়া ইসলামিয়া কাছেমুল উলুম (জামিল মাদ্রাসা) বগুড়া। দ্বিতীয় মো. মিসবাহুল হক, আল জামিয়া আল ইসলামিয়া আল্লামা মুহাম্মদ মিয়া কাসেমী মাদ্রাসা, রাজশাহী। তৃতীয় মো. রুহুল আমিন, জামেয়া ইসলামিয়া কাছেমুল উলুম (জামিল মাদ্রাসা), বগুড়া।

চাহারম জামাত : প্রথম মো. শফিউল আলম, জামেয়া ইসলামিয়া কাছেমুল উলুম (জামিল মাদ্রাসা), বগুড়া। দ্বিতীয় মো. ওমর ফারুক, জামেয়া ইসলামিয়া কাছেমুল উলুম (জামিল মাদ্রাসা), বগুড়া। তৃতীয় মো. শামছুল হক, জামেয়া ইসলামিয়া কাছেমুল উলুম (জামিল মাদ্রাসা), বগুড়া।

Post MIddle

শশম জামাত : প্রথম মো. জুনাইদ আহমদ, জামেয়া ইসলামিয়া কাছেমুল উলুম (জামিল মাদ্রাসা), বগুড়া। দ্বিতীয় মো. ওমর ফারুক, জামেয়া ইসলামিয়া কাছেমুল উলুম (জামিল মাদ্রাসা), বগুড়া। তৃতীয় মো. সৈয়দ আলী, জামেয়া আরাবিয়া শামছুল উলুম কারবালা মাদ্রাসা, বগুড়া।

হাশতম জামাত : প্রথম মো. আব্দুল্লাহ, জামেয়া ইসলামিয়া কাছেমুল উলুম (জামিল মাদ্রাসা), বগুড়া। দ্বিতীয় মো. ইকরামুল ইসলাম, জামেয়া ইসলামিয়া কাছেমুল উলুম (জামিল মাদ্রাসা), বগুড়া। তৃতীয় মো. ইশরাক, জামেয়া ইসলামিয়া কাছেমুল উলুম (জামিল মাদ্রাসা), বগুড়া। তৃতীয় মো. আলাউদ্দীন আহমদ, জামেয়া আরাবিয়া শামছুল উলুম কারবালা মাদ্রাসা, বগুড়া। তৃতীয় মো. যোবায়ের হোসেন, জামিয়া আরাবিয়া নিউ টাউন, দিনাজপুর।

নহম জামাত : প্রথম মো. মছিহুর রহমান, জামিয়া হুসাইনিয়া খুকনী, সিরাজগঞ্জ। দ্বিতীয় মো. আল আমিন, জামিয়া হুসাইনিয়া খুকনী, সিরাজগঞ্জ। তৃতীয় মো. সোহানুর রহমান, জামেয়া ইসলামিয়া কাছেমুল উলুম (জামিল মাদ্রাসা), বগুড়া।

দহম জামাত : প্রথম মো. মাহমুদুল হাসান, শাহ কামালিয়া মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা, তেলীপুকুর, বগুড়া। দ্বিতীয় মো. আল আমিন, মদিনাতুল উলুম চকসূত্রাপুর মাদ্রাসা, বগুড়া। তৃতীয় মো. মোত্তালিবুর রহমান, মাদ্রাসাতুল উলুমিল ইসলামিয়া রৌহা, সিরাজগঞ্জ।

স: ইএইচ

পছন্দের আরো পোস্ট