চবিতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রোজিনা আক্তার (২৮) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে চবির ইসলামিয়া কলোনির একটি কাঁচা বসতঘরের সিলিংয়ের সাথে পুরাতন শাড়ি দিয়ে প্যাচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
রোজিনার স্বামী মো: হাসান সৌদি প্রবাসী। তার শ্বশুর মো: আলী ভিসি অফিসের অবসরপ্রাপ্ত পিয়ন। সাদিয়া নামে ১০ বছরের একটি মেয়ে আছে রোজিনার। সে চবি ল্যাবেরেটরি স্কুল এন্ড কলেজে ৩য় শ্রেণীতে মপড়ে।
রোজিনার দেবর চবি ইতিহাস বিভাগের (এম. এ) শেষ বর্ষের শিক্ষার্থী হাবিব বলেন, আমার মা বাবা পারিবারিক কারনে গ্রামের বাড়ি কুমিল্লায় গিয়েছে। পরিবারের সদস্যদের অনুপস্থিতি তিনি ঘরের সিলিং এর সাথে শাড়ীর পেছিয়ে আত্মহত্যা করে। তবে পারিবারিক কোন কলহ ছিল না বলেও জানান হাবিব।
হাটহাজারী থানার উপ-পরিদর্শক কমল কান্তি দাশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, কয়েক ঘন্টার ব্যবধানে চবিতে মোট দুই নারী আত্বহত্যা করেছে।