পবিপ্রবি’র সঙ্গে অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ের চুক্তি

PPপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সঙ্গে অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

১৫ জুলাই বেলা ১২টায় অস্ট্রেলিয়ায় সফররত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামসুদ্দীন এবং অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর স্টিফেন পার্কার নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

Post MIddle

এ সময় উভয় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুই বিশ্ববিদ্যালয়ের যৌথ প্রচেষ্টায় এই সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষরের ফলে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সম্মিলিতভাবে কাজ করার নতুন দ্বার উন্মচিত হলো।

স: ইএইচ

পছন্দের আরো পোস্ট