ঢাবি উপাচার্যের সঙ্গে নেদারল্যান্ডস প্রতিনিধি দলের সাক্ষাৎ

নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট করপোরেশন-এর পরামর্শক এবং ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ইনোভেশন সার্ভিসেস (আইডিআইএস)-এর ব্যবস্থাপনা পরিচালক হানালরা বারল্যান্ত-এর নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল ১৭ জুলাই ২০১৪ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর অফিসে সাক্ষাৎ করেছেন।

 

dএসময় অন্যান্যের মধ্যে মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়া-এর ভিজিটিং সিনিয়র রিসার্চ ফেলো অধ্যাপক ড. জোবায়দা আখতার উপস্থিত ছিলেন।

 

Post MIddle

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে নারী উন্নয়ন, সমতা, ক্ষমতায়ন ও শিক্ষা নিয়ে আলোচনা করেন।

 

উপাচার্য এ সময় দেশের নারী শিক্ষা, রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন এবং সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নারীর অবস্থান তুলে ধরেন। নেদারল্যান্ডস প্রতিনিধি বাংলাদেশের নারী উন্নয়নে বিভিন্ন অগ্রগতির প্রশংসা করেন এবং উন্নয়নে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়নের মাধ্যমে এদেশের সার্বিক উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হবে আশাবাদ ব্যক্ত করেন।

 

সঃ সুউ ফয়সাল

পছন্দের আরো পোস্ট