ঢাবিতে এইচপিএলসি ল্যাব উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয় জিনপ্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগে “হাই পারফরমেন্স লিকুইড ক্রোমেটোগ্রাফি (এইচপিএলসি) ল্যাব” উদ্বোধন করা হয়েছে।

 

duবৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিভাগীয় গ্যালারিতে এই ল্যাব উদ্বোধন করেন।

 

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এইচপিএলসি ল্যাবের যথাযথ সদ্ব্যবহারের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটানোর জন্য শিক্ষক ও গবেষকদের প্রতি আহ্বান জানান।

 

Post MIddle

তিনি বলেন, আমাদের সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করে গবেষণার মাধ্যমে সমাধানের উপায় বের করতে হবে। এক্ষেত্রে শিক্ষক ও গবেষকগণ কার্যকর ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন পরিচালিত উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি টাকা ব্যয়ে জিনপ্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগে “হাই পারফরমেন্স লিকুইড ক্রোমেটোগ্রাফি (এইচপিএলসি) ল্যাব” প্রতিষ্ঠা করা হয়েছে। এই ল্যাবে ভেষজ উদ্ভিদ থেকে উপকারী উপাদানগুলো চিহ্নিত করে বিভিন্ন রোগের প্রতিষেধক আবিস্কার করা যাবে।

সঃ সুউ ফয়সাল

পছন্দের আরো পোস্ট