ঢাবিতে এইচপিএলসি ল্যাব উদ্বোধন
ঢাকা বিশ্ববিদ্যালয় জিনপ্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগে “হাই পারফরমেন্স লিকুইড ক্রোমেটোগ্রাফি (এইচপিএলসি) ল্যাব” উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিভাগীয় গ্যালারিতে এই ল্যাব উদ্বোধন করেন।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এইচপিএলসি ল্যাবের যথাযথ সদ্ব্যবহারের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটানোর জন্য শিক্ষক ও গবেষকদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, আমাদের সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করে গবেষণার মাধ্যমে সমাধানের উপায় বের করতে হবে। এক্ষেত্রে শিক্ষক ও গবেষকগণ কার্যকর ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন পরিচালিত উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি টাকা ব্যয়ে জিনপ্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগে “হাই পারফরমেন্স লিকুইড ক্রোমেটোগ্রাফি (এইচপিএলসি) ল্যাব” প্রতিষ্ঠা করা হয়েছে। এই ল্যাবে ভেষজ উদ্ভিদ থেকে উপকারী উপাদানগুলো চিহ্নিত করে বিভিন্ন রোগের প্রতিষেধক আবিস্কার করা যাবে।
সঃ সুউ ফয়সাল