জবি শিক্ষার্থী কামরুল বাঁচতে চান
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র কামরুল হাসান (রোল নং বি-১২০১০৪০১৫) এক বছর ধরে লিউকোমিয়ায় (ব্লাড ক্যানসারে) ভুগছেন। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মধ্যবিত্ত পরিবারের এই মেধাবী ছাত্রের চিকিৎসার জন্য প্রায় ১০ লাখ টাকার দরকার। কিন্তু এই বিপুল অঙ্কের টাকা জোগাড় করা কামরুলের পরিবারের পক্ষে সম্ভব নয়। টাঙ্গাইলের সখীপুরের আব্দুল হামিদের ছেলে কামরুল ভবিষ্যতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে আগ্রহী। তাকে বাঁচাতে সবার সহযোগিতা চেয়েছে তার পরিবার।
সাহায্য প্রদানে আগ্রহী যে কেউ ইসলামী ব্যাংকের মগবাজার শাখা, ঢাকায় (হিসাব নং-৭২০৪ এবং বিকাশ নং-০১৭১২ ১৮০ ৯০৭) অর্থ পাঠাতে পারেন। যোগাযোগ করতে পারেন কামরুলের চাচার সঙ্গে (মোবাইল: ০১৭১২১৮০৯০৭)।
স: ইএইচ