মানারাত ইউনিভার্সিটিতে আন্ত:ব্যাচ ফুটবল টুর্ণাম্যান্টে ২৮ তম ব্যাচ চ্যাম্পিয়ন
সম্প্রতি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের উদ্যোগে আন্ত:ব্যাচ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন দল বিবিএ ২৮তম ব্যাচ এবং রার্নাসআপ দল বিবিএ ২৯তম ব্যাচের অধিনায়কদের হাতে ট্রফি তুলে দেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড: চৌধুরী মাহমুদ হাসান ।
তিনি বলেন, খেলাধুলা এবং সুস্থ্য সংস্কৃতি মেধা বিকাশে সহায়ক ভুমিকা পালন করে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর হেমায়েত হোসাইন খান, রেজিস্ট্রার আবুল বাশার খান, ব্যবসায় প্রশাসন বিভাগের সিনিয়র লেকচারার ,সহকারি প্রক্টর ও স্পোর্টস ক্লাবের মডারেটর নুরুল হুদা রাজিব, এসিসট্যান্ট মডারেটর সিনিয়র লেকচারার শামিম হোসাইন , পাবলিক রিলেশন্স অফিসার জামাল হোসাইন, স্পোর্টস ক্লাবের সেক্রেটারি কাওসার মাহমুদ, জুনায়েদ সহ অন্যান্য শিক্ষার্থীরা।
সঃ সুউ ফয়সাল