মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে বুধবার রাজধানীর স্থানীয় এক মিলনায়তনে “ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল” অনুষ্ঠিত হয় । পরিষদের আহবায়ক মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা মুস্তাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মুহাম্মদ মহিউদ্দিন। আরো উপস্থিত ছিলেন পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহ আলম, মাওলানা কামরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি মুহাম্মদ মহিউদ্দিন বলেন, ঐতিহাসিক বদর যুদ্বের মাধ্যমে ইসলামের বিজয়ের সূচনা শুরু হয়। মাত্র তিনশত তেরজন মুজাহিদের সাহসী ভূমিকার ফলে আজ ইসলাম পুরো পৃথিবীর মাঝে ছড়িয়ে পড়েছে। বদর যুদ্বের শিক্ষা হচ্ছে অন্যায়ের কাছে মাথানত না করে শির উচু করে বাঁচতে শেখা। আজ দখলবাজ ইহুদীরা ফিলিস্থিনে মুসলমান শিশু ও যুবকদেরকে অন্যায়ভাবে হত্যা করছে এবং মহিলাদের বিধবা করছে, যা মানবাধিকারের সুস্পষ্ট লংঘন। সুতরাং সমগ্র পৃথিবীর মুসলমানদের বদর দিবস থেকে শিক্ষা নিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে হবে এবং ফিলিস্থিনের আক্রান্ত মুসলমানদের পাশে দাঁড়াতে হবে।
স:আরএইচ