ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ঢাবি ইয়ং প্যাট্রিয়টসসের মানববন্ধন

ফিলিস্তিনে ইজরাঈলি বর্বরোচিত হামলার প্রতিবাদে বুধবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ ইয়ং প্যাট্রিয়টস এর শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন ও ইজরাঈলি মদদপুষ্ট পণ্য বর্জনে জনসচেতনতা সৃষ্টিকল্পে পণ্য দাহের আয়োজন করা হয়। Young.jpg99
এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, গোটা কয়েক ইহুদী বিশ্ব জনমতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আজ অন্যায় ভাবে ইজরাঈলের নিরীহ মানুষদের উপর গণহত্যা চালাচ্ছে। অথচ বর্বরোচিত হামলা বন্ধে জাতিসংঘ, ও আইসি, আরবলীগসহ আদৌও কেউ কার্যকরী  পদক্ষেপ নেয়নি। এতে করে তাদের আসল চেহারা আজ বিশ্ববাসীর কাছে সুস্পষ্ট। সুতরাং জাতির নেতৃত্ব দানকারী সংগঠন গুলোর প্রতি আশা করি হামলা রোধে ইজরাঈলকে কঠোর হস্তে দমন করবেন। সাথে সাথে বাংলাদেশসহ বিশ্ববাসীর কাছে আমাদের আহবান থাকবে ইজরাঈলী মদদপুষ্ট পণ্য ঘৃণাভরে প্রত্যাখান করে তাদের অর্থনীতির ভীতকে নড়বড়ে করে দিতে হবে যেন ফিলিস্তিনে হামলা করার মত শক্তি তাদের না থাকে। #

Post MIddle

স:আরএইচ

পছন্দের আরো পোস্ট