এসেক্স ইউনিভার্সিটির সম্মানসূচক ডিগ্রি পাচ্ছেন স্পিকার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মঙ্গলবার সকালে যুক্তরাজ্যে পৌঁছেছেন। তিনি আজ বুধবার সেদেশের এসেক্স ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডিগ্রি গ্রহণ করবেন। সোমবার রাতে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
তার সফরসঙ্গী রয়েছেন সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব মোঃ হেলাল চৌধুরী, স্পিকারের একান্ত সচিব এমএ কামাল বিল্লাহ ও ডেপুটি সার্জেন্ট-অ্যাট-আর্মস সদরুল আহমেদ।
এক সপ্তাহের যুক্তরাজ্য সফরকালে স্পিকার সম্মানসূচক ডিগ্রি গ্রহণ ছাড়াও ১৭ থেকে ১৯ জুলাই দুই দেশের সংসদীয় অভিজ্ঞতা বিনিময়, সংসদীয় আন্তঃসম্পর্ক জোরদারের লক্ষ্যে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডস এবং হাউস অব কমন্সের স্পিকার ও ব্রিটিশ পার্লামেন্টের সংসদ সদস্যদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন।
২০ জুলাই স্পিকার স্থানীয় বাংলাদেশ কমিউনিটির সঙ্গে সাক্ষাৎ করবেন। ২২ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।#
স:আরএইচ