স্পিকার কে সম্মানসূচক ডিগ্রি দিচ্ছে ইউনিভার্সিটি অব অ্যাসেক্স

download (4)যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব অ্যাসেক্সের সম্মানসূচক ডিগ্রি নিতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সোমবার রাতে ঢাকা ছেড়েছেন।
ইউনিভার্সিটি অব অ্যাসেক্স আয়োজিত ৫০তম বাৎসরিক অনুষ্ঠানে বুধাবার স্পিকারকে এ সম্মাননা দেওয়া হবে। জাতীয় সংসদের গণসংযোগ বিভাগ এর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম-সচিব মো. হেলাল চৌধুরী, স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ ও ডেপুটি সার্জেন্ট-অ্যাট-আর্মস।

Post MIddle

এছাড়া সফরকালে স্পিকার ১৭-১৯ জুলাই দু’দেশের সংসদীয় অভিজ্ঞতা বিনিময় ও সংসদীয় আন্তঃসম্পর্ক জোরদারকরণের লক্ষ্যে ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অব লর্ডস এবং হাউজ অব কমন্সের স্পিকার ও ব্রিটিশ পার্লামেন্টের সংসদ সদস্যদের সঙ্গে দ্বি-পাক্ষিক আলোচনা সভায় অংশ নেবেন। আগামী ২০ জুলাই স্পিকার স্থানীয় বাংলাদেশ কমিউনিটির সঙ্গেও সাক্ষাৎ করবেন।

রাতে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্পিকারকে শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে বিদায় জানান।

পছন্দের আরো পোস্ট