মেডিকেল বর্জ্যের স্বাস্থ্যহানি শীর্ষক মতবিনিময়

Meeting
কিশোরগঞ্জ পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগ।

মঙ্গলবার কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত “মেডিকেল বর্জ্যের মারাত্মক স্বাস্থ্যহানি” শীর্ষক এক মতবিনিময় সভায় এ কথা জানান কলেজের অধ্যক্ষ ও অনুষ্ঠানের সভাপতি ডাক্তার আ.ন.ম. নৌশাদ খান।

মতবিনিময় সভায় বক্তারা মেডিকেল বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নগর জীবনের ঝুঁকিপূর্ণ স্বাস্থ্য সমস্যার উপর আলোচনা করেন। মেডিকেল কলেজের খরচেই বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালিত হবে বলে সভায় জানানো হয়।

Post MIddle

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক এমপি। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন মৃণাল কান্তি পন্ডিত ও প্রেস ক্লাব সভাপতি নাসিম খান ।

এছাড়াও মতবিনিময় সভায় মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স: ইএইচ

পছন্দের আরো পোস্ট