ছাত্রলীগ সূর্যসেন হল শাখার কমিটি স্থগিত
সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ছাত্রলীগ সূর্যসেন হল শাখার কমিটি স্থগিত, ১৪ নেতাকর্মীকে আজীবন বহিষ্কার ও ৪ জনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনার অধিকতর তদন্তের জন্যে ছাত্রলীগ জগন্নাথ হল শাখার সভাপতি জয়দেব নন্দীর নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম সহ ছাত্রলীগের নেতারা সাংবাদিক নেতৃবৃন্দের সাথে বৈঠক করে এ সিদ্ধান্ত গ্রহণ করেন।