সুবিধাবঞ্চিত শিশুদের ইফতার করালো ইউএইচ

news_img

রাজধানীর বিভিন্ন এলাকার পথ শিশুদের ইফতার করাল ‘ইউনিটি ফর হিউমানিটি’ (ইউএইচ) নামে একটি সংগঠন।

রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র শিক্ষক কেন্দ্রে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।

ইউনিটি ফর হিউমানিটি নামের ওই সংগঠনটি নিয়মিত সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে থাকে। তাদের শিক্ষা ও অন্যান্য সুবিধা দিয়ে থাকে। এ সংগঠনটি বর্তমানে ২ জন শিক্ষার্থীর সম্পূর্ণ শিক্ষা ব্যয় বহন করছে। এছাড়াও এরা সাভার ট্র্যাজেডির সময় আহতদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করে। এ সংগঠন পরিচালনায় রয়েছে ঢাবি, এনএসইউ ও বাংলা কলেজের শিক্ষার্থীরা।

Post MIddle

সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, ভবিষ্যতে আমরা চাই পথশিশুদের জন্য দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে। যেখানে পথশিশুদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে।

অন্যদিকে ইফতার পার্টিতে আসা সুবিধা বঞ্চিত এসব শিশুরা ‘জাগরিত পথশিশু পাঠশালা’র শিক্ষার্থী। এ পাঠশালায় বিনামূলে শিশুরা শিক্ষা লাভ করে থাকে।

সংগঠন পরিচালক মো. মনির হোসেন বলেন, ‘এ সব শিশুদের নিয়ে কাজ করতে পেরে আমরা আনন্দিত। আমি নিয়মিত এদের নিয়ে কাজ করতে চাই।’

অন্যদিকে সুবিধা বঞ্চিত শিশুদের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তারা বলে, বড় হয়ে তাদের পুলিশ, র‌্যাব ও ডাক্তার হওয়ার স্বপ্ন রয়েছে অনেকের মধ্যে।

স: ইএইচ

পছন্দের আরো পোস্ট