বরিশালে কলেজছাত্রী অপহরন মামলার আসামি গ্রেফতার
বরিশালে মহিলা কলেজছাত্রী অপহরন মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত পাপ্পু সিটি প্লাজার আকিব এন্টারপ্রাইজের বিক্রয় প্রতিনিধি। রোববার রাতে বটতলা এলাকা থেকে মামলার বাদির সহযোগীতায় তাকে গ্রেফতার করে পুলিশ।
সোমবার তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত ৭জুলাই আদালতের বিচারক মামলার তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। প
রোয়ানা জারীকৃত আসামিরা হলো, গৌরনদীর পিঙ্গলাকাঠির উজ্জল শাহা, নগরীর দপ্তরখানার শ্যামল শাহা ও ভাটিখানার পাপ্পু শাহা। মাদারিপুরের শিবচরের ভন্দ্রাসাং গ্রামের অমল শাহার মেয়ে বরিশাল মহিলা কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী কৃষ্ণা শাহাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল আসামি উজ্জল শাহা। সে তার প্রস্তাবে রাজী না হওয়ায় গত ৭ মে সরকারি মহিলা কলেজের গেট থেকে তাকে অপহরন করে নিয়ে যায়।
এ ঘটনায় ১০ মে কৃষ্ণার বাবা অমল শাহা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি অপহন মামলা দায়ের করেন।
স: ইএইচ