ফেনীতে ৩৫১ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির চেক প্রদান

1405329223

ফেনীতে ৩৫১ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির চেক প্রদান ফেনীতে ৩৫১ জন দরিদ্র-মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির চেক প্রদান করেছে জেলা পরিষদ।

 

সোমবার সকালে জেলা পরিষদের ড. সেলিম আল দীন মিলনায়তনে এ চেক বিতরণের আয়োজন করা হয়। জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
চেক বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মহীউদ্দিন চৌধুরী, সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ডি এ বিলকিস আরা চৌধুরী, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শওকত মাহমুদ, জেলা শিক্ষা কর্মকর্তা আলফাত আলী, প্রবীণ সাংবাদিক খলিলুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূইয়া, শহীদ মেজর সালাহ উদ্দিন বীর উত্তম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন প্রমুখ।

Feni
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন তাসনুভা বিনতে মমিন। অনুষ্ঠানে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান ক্লাসে অধ্যয়নরত ৩৫১ জন শিক্ষার্থীকে চেক প্রদান করা হয়।

 

স: ইএইচ

পছন্দের আরো পোস্ট