ঢাবি ও মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

DM
শিক্ষা ও গবেষণা উন্নয়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের মধ্যে আজ সোমবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কমোডর এ এন এম রেজাউল হক চুক্তিতে স্বাক্ষর করেন।

ভিসি দফতরে আয়োজিত এই অনুষ্ঠানে ঢাবি ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়াল এডমিরাল এ এস এম আবদুল বাতেন (ই) এনডিসি, পিএসসি উপস্থিত ছিলেন।

এ সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় যৌথভাবে সেমিনার, সম্মেলন ও কর্মশালার আয়োজন করবে।

এছাড়া, উভয় বিশ্ববিদ্যালয় একাডেমিক তথ্য, প্রকাশনা ও গবেষণা উপাত্ত বিনিময় করবে।

স: ইএইচ

পছন্দের আরো পোস্ট