ট্রেনের ধাক্কায় রাবি ছাত্রী আহত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসরাত আরেফিন নামের এক শিক্ষার্থী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন।
তিনি বিশ্ববিদ্যলয়ের ফলিত গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তাকে রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি রাজশাহী নগরীর হেতেম খাঁ এলাকায়।
সোমবার বেলা সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসরাত তার মোবাইলে কথা বলতে বলতে চারুকলা সংলগ্ন রেললাইনের ওপর দিয়ে হেঁটে ভদ্রার এলাকার দিকে যাচ্ছিলেন। এসময় পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা ট্রেন আসলেও তিনি বুঝতে পারেননি। এসময় তিনি রেললাইন থেকে সরে না যাওয়ায় ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের অপরারেশন থিয়েটারে তার চিকিৎসা চলছে।
রেল লাইনের পাশে অবস্থিত এক দোকানী জানান, প্রথমে আমরা বুঝতে পারিনি। কিন্তু ট্রেন আসার পর ওই ছাত্রীর গতিবিধি দেখে মনে হয়েছে তিনি আত্মহত্যার চেষ্টা করছিলেন। ট্রেন আসার পরও তিনি রেললাইন থেকে সরে যাননি।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রউপদেষ্টা ছাদেকুল আরেফিন মাতিন ঘটনার সত্যতা স্বীকরা করের বলেন, এক ছাত্রী ট্রেনের ধাক্কায় আহত হয়েছে এমন কথা শুনেছি। তাকে রামেকে চিৎসার দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
স: ইএইচ