জেএসসি পরীক্ষার ফি বাড়ছে

JSC
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফি বাড়ছে। অতিরিক্ত বিষয়ের জন্য এই বাড়তি টাকা দিতে হবে শিক্ষার্থীদের।

ফি বাড়ানোর জন্য এরই মধ্যে প্রস্তাব করেছে শিক্ষা মন্ত্রণালয়। চলতি বছর থেকেই এটা কার্যকর হওয়ার কথা রয়েছে। ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম ওয়াহিদুজ্জামান বলেন, “মন্ত্রণালয় আমাদের প্রস্তাব পাশ করলে চলতি বছরের নভেম্বর থেকে এটা কার্যকর হবে।”

Post MIddle

তিনি বলেন, “বর্তমানে জেএসসির পরীক্ষার ফি ৮০ টাকা। এই প্রস্তাব পাশ হলে এটা ২০ টাকা বেড়ে দাঁড়াবে ১০০ টাকায়।”

ফি বৃদ্ধি ছাত্র-ছাত্রীদের ওপর বিশেষ করে গ্রামের শিক্ষার্থীদের ওপর বোঝা হবে কিনা জানতে চাইলে ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলেন, “এটা কোনো সমস্যা হবে না।’

স: ইএইচ

পছন্দের আরো পোস্ট