ঢাবিতে দু’দিনব্যাপী “টিচিং লার্নিং” কর্মশালা শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে “টিচিং-লার্নিং” শীর্ষক দু’দিনব্যাপী এক কর্মশালা রবিবার সামাজিক বিজ্ঞান ভবন মিলনায়তনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও কর্মশালা পরিচালক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ স্বাগত বক্তব্য দেন। কর্মশালার সমন্বয়কারী অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক পাঠদান পদ্ধতিকে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় ও উপভোগ্য করার জন্য তরুণ শিক্ষকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষকরা অত্যন্ত মেধাবী। তিনি এই মেধার যথাযথ সদ্ব্যবহার এবং শিক্ষক-ছাত্রের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, দু’দিনব্যাপী এ কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগপ্রাপ্ত প্রভাষকগণ অংশগ্রহণ করছেন।