ঢাবিতে ইভিনিং এমবিএ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদে এমবিএ (ইভিনিং) প্রোগ্রামে ভর্তি পরীক্ষাফলাফল প্রকাশ হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয় জনসংযোগ অফিস এ তথ্য নিশ্চিত করে। ভর্তি পরীক্ষার ফল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখা যাবে।
এছাড়া লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদপত্র এবং অভিজ্ঞতা সনদের মূল সনদপত্রসহ আগামী ১৯ ও ২০ জুলাই বিজনেস স্টাডিজ অনুষদের ডিনের কার্যালয়ে ভাইভার জন্য উপস্থিত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের বিস্তারিত তালিকা এইসাথে সংযুক্ত করা হয়েছে। উল্লেখ্য গত ৪ জুলাই শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদে এমবিএ (ইভিনিং) প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।