ডুয়েটের ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৭ জুলাই থেকে

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার (বি আর্ক) প্রোগ্রামে ভর্তির জন্য আগামী ১৭ই জুলাই থেকে ২০শে আগস্ট ২০১৪ পর্যন্ত সময়ের মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইল এবং অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। duet
বিশ্ববিদ্যালয়ের পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার মোছা. কামরুন নাহার জানান, অনলাইন ভর্তি বিষয়ক তথ্যাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.duet.ac.bd/admission অথবা  টেলিটকের ওয়েবসাইট http://duet.teletalk.com.bd এ পাওয়া যাবে। ভর্তি পরীক্ষার ফি বাবদ টেলিটকের মাধ্যমে ৯৫০ টাকা প্রদান করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মো. খালেদ খলিলের সভাপতিত্বে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। ভর্তি পরীক্ষায় অংশ নিতে প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এসএসসি/দাখিল বা সমমানের পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর অথবা ৫ এর স্কেলে কমপক্ষে ঈএচঅ ৩.০০ (ঐচ্ছিক বিষয় সহ) পেয়ে উত্তীর্ণ হতে হবে। উল্লে¬খ্য, এ বছর ভর্তি পরীক্ষার মাধ্যমে সাতটি বিভাগে মোট ৫৬০ (কোটা সহ) জন শিক্ষার্থী ভর্তি করা হবে।#

 

Post MIddle

স:আরএইচ

পছন্দের আরো পোস্ট